Barak UpdatesHappeningsBreaking News
কাটাখালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুই প্রৌঢ়ের, ঠাণ্ডাপুরে হত বাইকচালক3 died in 2 separate street accidents in Barak Valley
২৮ এপ্রিল : লকডাউনের মধ্যেই পর পর দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে ৩৭ নং জাতীয় সড়কে। মঙ্গলবার সাতসকালে কাটাখাল কালীনগর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান যাটোর্ধ্ব দুই প্রৌঢ়। অন্য ঘটনায় বদরপুর ঘাটের ঠাণ্ডাপুরে ট্রাকের ধাক্কায় মারা যান বাইক চালক।
প্রথম ঘটনাটি ঘটে সকাল ৭টা নাগাদ। ষাটোর্ধ্ব দুই বন্ধু প্রাতঃভ্রমণ শেষ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় কাটাখাল গোপাল গোবিন্দ আশ্রম সংলগ্ন সড়কে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে। দুই পথচারী রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় জনগণ ছুটে গিয়ে গুরুতর আহত রমেন্দ্র নাথ ও রঞ্জনলাল দে-কে উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু তার আগেই মারা যান দুজন। মেডিক্যালে মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়।
অন্য ঘটনায় ঠাণ্ডাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান বাইক চালক কলেজ পড়ুয়া। রাহুল দত্ত নামের ওই যুবক বাইকে চড়ে ঠাণ্ডাপুর থেকে বদরপুর এসটি রোডে নিজের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় একটি লরি বাইকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন। পর পর দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।