NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
২৯ থেকে শিলচর ও কলকাতার মধ্যে স্পেশাল ট্রেন
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর :একমাস আগেই ফুরিয়ে গিয়েছিল শিলচর থেকে গুয়াহাটি বা কলকাতা ট্রেনের পুজোর সময়ের টিকিট। মানুষ দুশ্চিন্তায় ভুগছিলেন। শেষে উত্তর-পূর্ব সীমান্ত রেল একজোড়া বিশেষ ট্রেন দিল। শিলচর থেকে যাত্রা শুরু হবে ২৯ সেপ্টেম্বর। কলকাতা-শিলচরের চলাচল শুরু হবে পরদিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে। শিলচর থেকে প্রতিদিন ট্রেনটি রওয়ানা হবে ভোর ছয়টায়। বদরপুর, নিউ হাফলঙ, লামডিং স্টেশনে দাঁড়িয়ে গুয়াহাটিতে পৌঁছাবে বেলা পৌনে তিনটায়। গন্তব্য অর্থাৎ কলকাতায় যাবে পরদিন বেলা একটায়।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন পুজো স্পেশাল কলকাতা প্ল্যাটফর্ম ছাড়বে বেলা তিনটায়। গুয়াহাটিতে গিয়ে দাঁড়াবে পরদিন বেলা একটায়। পথে দাঁড়াবে কাটোয়া, মালদা, নিউ কোচবিহার ও কোকরাঝাড়ে। গুয়াহাটিতে ১৫ মিনিট দাঁড়়িয়ে শিলচরে এসে পৌঁছাবে রাত সাড়ে বারোটায়। ট্রেনটিতে থাকবে এসি টু-টিয়ার ১টি, এসি থ্রি-টিয়ার ৪টি, স্লিপার ক্লাশ ১৩টি এবং জিএসএলআর ২টি।