Barak UpdatesBreaking News
কলাশিবে ইমু সহ ২৬ পাখি উদ্ধার, ধৃত ৮
26 birds of different species recovered, 8 arrested

৮ জুলাই: পাচারকারীর খপ্পর থেকে উদ্ধার হল ২৬টি মূল্যবান পাখি। মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে সেগুলো আনা হয়েছিল মিজোরামে। মূল গন্তব্য ছিল কেরল। এর আগেই গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় শুল্ক কর্তারা বিএসএফ জওয়ানদের নিয়ে মিজোরামের কলাশিবে অভিযান চালান।
দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির ২৬টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ইমু, দুটি মুকুট পরা পায়রা এবং ২৩টি কাকাতুয়া। কেরলের বাসিন্দা চার পাচারকারী এবং দুই গাড়ির চালক-সহচালকদের গ্রেফতার করা হয়েছে।