NE UpdatesHappeningsBreaking News

কয়লা পাচার রুখতে মেঘালয়ে অতিরিক্ত আধা সামরিক বাহিনী পাঠাতে হাই কোর্টের নির্দেশ

রায়ে রাজ্য সরকারের সমালোচনা

ওয়েটুবরাক, ১৪ এপ্রিল : কয়লা পাচার রুখতে মেঘালয়ের জন্য অতিরিক্ত ১০ কোম্পানি সিএপিএফ পাঠাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে সে রাজ্যের হাই কোর্ট৷ তারা  রাস্তায় কড়া নজরদারি করবে যাতে বেআইনি কয়লা বোঝাই গাড়ি পার হতে না পারে। মুখ্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ এক রায়ে জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও জাতীয় গ্রিন ট্রাইবুনালের নিষেধাজ্ঞার পরেও রাজ্যে কয়লা তোলা চলছে৷ ওই কয়লা পরে বাংলাদেশে রফতানি করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন এ ক্ষেত্রে নির্বিকার ভূমিকায়। ফলে সরকারের মদতও রয়েছে বলে অভিমত হাই কোর্টের। তাই বাইরের বাহিনীকে নজরদারির ভার দিতেই হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker