Barak UpdatesHappeningsBreaking News
বরাকে অস্ত্র সমর্পণ করল আরও ২২০ রিয়াং জঙ্গি220 more Reang militants surrender arms in Barak Valley
৩০ ডিসেম্বর: আরও ১৩১টি আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলেন রিয়াং জঙ্গিরা। এই দফায় ২২০ জঙ্গি স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন৷ গত ৮ ডিসেম্বব একই অঙ্গীকার করে অস্ত্র সমর্পণ করেছিলেন ২২ জন রিয়াং জঙ্গি৷ গত তিন বছর ধরে তাদের আত্মসমর্পণের ব্যাপারে কথাবার্তা চলছে৷ তা-ই এখন চূড়ান্ত রূপ পেতে চলেছে৷
অসম, ত্রিপুরা ও মিজোরাম সীমা সংলগ্ন করিমগঞ্জ জেলার মেদলিছড়ায় রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা হয়। সেখানেই ব্রু লিবারেশন আর্মি ইউনিয়ন এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মির ২২০ জন জঙ্গি ১৩১টি আগ্নেয়াস্ত্র আসাম রাইফেলসের হাতে তুলে দেন ৷ এর মধ্যে রয়েছে ৪টি একে ৪৭, ১টি শট গান, ৩টি পিস্তল, ১টি চাইনিজ রাইফেল৷ প্রচুর ম্যাগাজিন এবং গুলিবারুদও জমা করেছে এরা৷
করিমগঞ্জ-হাইলাকান্দি জেলার পাহাড়ি এলাকায় গত তিন দশক ধরে রিয়াং জঙ্গিরা সক্রিয় রয়েছে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন গড়ে এরা এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করে৷ গোটা এলাকায় ঘনঘন অপহরণের ঘটনা ঘটে৷ পরে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে ছাড়া হয় তাদের৷ আলোচনা প্রক্রিয়া শুরু হতেই বরাক উপত্যকা জুড়ে ওইসব কার্যকলাপ বন্ধ হয়ে যায়৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্র দুই সংগঠনের সমস্ত জঙ্গি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন৷