Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে নতুন দুটি কনটেনমেন্ট জোন2 new containment zones in Cachar
২৯ জুন : কাছাড় জেলার জয়পুর পুলিশ থানার সেনাছাউনিতে ৩৫ বছর বয়সের এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় জয়পুর পুলিশ থানাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি এক বিজ্ঞপ্তিতে এই কনটেনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন। তিনি আরও জানান, কাটিগড়া জিলজিকে গ্রামে ৩৪ বছর বয়সের আরও এক ব্যক্তির দেহে সংক্রমণ ধরা পড়ায় ওই গ্রামের কোভিড আক্রান্ত ব্যক্তির বাড়ি কনটেনমেন্ট জোন থাকবে।
নির্দেশে আরও বলা হয়েছে, কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত এই দুটি স্থানে বাইরের লোকের প্রবেশ ও এলাকার কোনও ব্যক্তির বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। এদিকে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট অন্য এক নির্দেশে জানিয়েছেন, শিলচর নাগাটিলার বিআরটিএফ ক্যাম্পাস এবং ছোটজালেঙ্গার বাজারটিল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পিংকি রানার বাড়ির কনটেনমেন্ট জোনে ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও আর কোনও ব্যক্তির দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া না যাওয়ায় এই দুটি স্থানকে কনটেনমেন্ট জোন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।