NE UpdatesHappeningsBreaking News
অন্ধস্কুলের পড়ুয়াদের হাতে ত্রিপুরার প্রথম উড়ালপুলের উদ্বোধন1st Flyover in Tripura inaugurated by students of blind school
৫ অক্টোবর : অন্ধ স্কুলের পড়ুয়াদের হাত ধরে উদ্বোধন হল একটি উড়ালপুলের। ত্রিপুরার রাজধানী আগরতলায় নরসিংগড় ব্লাইন্ড স্কুলের ছাত্ররা উদ্বোধন করল রাজ্যের প্রথম উড়ালপুলটির। ২৫০ কোটি টাকায় নির্মিত হয়েছে ২.২৬ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি। এই ফ্লাইওভারটি ড্রপ গেট থেকে ফায়ার সার্ভিস চৌহমুনিকে সংযুক্ত করেছে।
২০১৫ সালে এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ত্রিপুরার তখনকার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআইএম সরকার থাকার সময়ই ফ্লাইওভারের ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। বাকি ১০ শতাংশ কাজ করেছে বর্তমান বিজেপি সরকার। তবে এই উড়ালপুলের কাজ নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্ক দানা বাঁধে। বেশ কয়েকজন পূর্ত কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল।