Barak UpdatesHappeningsBreaking News
নিলামবাজারে বাস-লরি সংঘর্ষ, চালকের মৃত্যু

ওয়েটুবরাক, ৩০ মার্চ: লরি-বাস সংঘর্ষে মৃত্যু হল বাসচালকের। দুর্ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলায় নিলামবাজার থেকে আট কিলোমিটার দূরে ব্রজেন্দ্রনগরে। ত্রিপুরা থেকে দ্রুতবেগে আসা লরিটি এএসটিসির অধীনে চলা বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে দিয়ে পাশের জলাশয়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বাসচালক হানিফ চৌধুরী প্রাণ হারান। আহতের সংখ্যা ১৫-র অধিক।
ঘটনা শনিবার বিকালে। স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি বাজেয়াপ্ত করে।
প্রসঙ্গত, হানিফ চৌধুরীর বাড়ি বাজারিছড়ার কটামণিতে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে রাখা হয়েছে।