Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বিপ্লবী উল্লাসকরের জন্মদিবস উদযাপন
ওয়েটুবরাক, ১৬ এপ্রিল : মঙ্গলবার বিপ্লবী উল্লাসকর দত্তের ১৪০-তম জন্মদিবস মর্যাদার সঙ্গে শিলচরে উদযাপন করা হয়৷ উইমেন্স কলেজ সংলগ্ন বিপ্লবীর মূর্তির পাদদেশেই আয়োজিত হয় সংক্ষিপ্ত অনুষ্ঠান৷ বিভিন্ন বক্তার বক্তৃতায় উঠে আসে বিপ্লবীর জীবনের নানা কথা-কাহিনি। সকল বক্তাই গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন, তিনি সস্ত্রীক শেষদিনগুলি কাটানোর জন্য কেন শিলচরকে বেছে নিয়েছিলেন, তা বলা না গেলেও তিনি এমন সিদ্ধান্ত নিয়ে এই শহরকে গর্বিত করে গিয়েছেন। এ দিন উল্লাসকরের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ, শান্তনু দাস, নীহাররঞ্জন পাল, পীযূষ চক্রবর্তী, দীপঙ্কর চন্দ, গৌতমপ্রসাদ দত্ত, প্রবীরকুমার রায়চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির কার্যবাহী সভাপতি তথা শিলচর পুরসভার প্রাক্তন কার্যবাহী আধিকারিক শ্যামলকান্তি দেব৷