Barak UpdatesHappeningsBreaking News

শৃঙ্খলায় গতি বেড়েছে, বিসর্জন নির্বিঘ্নে

ওয়েটুবরাক, ২৫ অকটোবর : প্রশাসনের কড়া নজরদারির মধ্যে বরাক উপত্যকায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল বিসর্জন। কোথাও কোনও অশান্তি বা অঘটনের খবর নেই৷ শিলচর সদরঘাটের উদ্দেশে সুশৃঙ্খলভাবে প্রতিমা এগনোর দরুন এ বার বিসর্জন অন্য বছরের তুলনায় দ্রুত হয়েছে৷ রাত বারোটায় যখন ১৮০ নম্বর মূর্তি ঘাটের দিকে টেনে নেওয়া হয়, তখন লাইনে আর কয়েকটি মাত্র প্রতিমা৷ এক প্রতিমা বিসর্জনের পরই অন্য প্রতিমা নিয়ে গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়৷ তাও আয়োজকদের কয়েকজনেরই ভেতরে ঢোকার অনুমতি ছিল৷ গেট পেরোতেই সাহায্যে এগিয়েছেন পুরকর্মীরা৷ ছিলেন অন্যান্য স্বেচ্ছাসেবকবাহিনী৷

Rananuj

প্রথম দিনেই অধিকাংশ প্রতিমা বিসর্জন হওয়ায় বুধবার কয়েকটি বড় ক্লাব বা পূজা কমিটি মূর্তি নিয়ে শোভাযাত্রা করে সদরঘাটে যাবে৷ তবে দূরদূরান্তের দর্শনার্থীরা দশমীর দিনেই শোভাযাত্রা দেখতে রাস্তায়-রাস্তায় ভিড় জমান, নদীর ঘাট এবং সেতুর উপর থেকেও প্রচুর মানুষ নিরঞ্জন দৃশ্য দেখেন৷

গত বছর প্রতিমা নিয়ে শোভাযাত্রায় বেরোলে অম্বিকাপট্টি হাসপাতাল রোডের মোড়ে মারপিটের ঘটনা ঘটায় এই বছর পুলিশ আগে থেকে হোমওয়ার্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে৷ এ ছাড়া, পুলিশের অ্যান্টি রোমিও স্কোয়াড বিকাল হতেই বিশেষ তৎপর থাকায় পূজার দিনগুলি আনন্দে কেটেছে৷ এর ওপর ছিল প্রকৃতির হাস্যমুখ৷ ফলে পঞ্চমী থেকেই মানুষের ঢল নেমেছে রাস্তায়, দশমী পর্যন্ত তা বেড়েই গিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker