Barak UpdatesHappeningsBreaking News
ব্যতিক্রমী শিক্ষক দিবস লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্সের
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : ব্যতিক্রমী শিক্ষক দিবস পালন করল লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্স। ৬২তম শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে প্রথমে ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় । বিকেলে গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমল কৃষ্ণ সিনহাকে সম্মান ও অভিনন্দন জানানো হয়। বয়সের ভারে নুব্জ এই কৃতি শিক্ষককে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাঁর বাড়ি গিয়ে উত্তরীয় ও সম্মান স্মারক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ক্লাব স্কলার্সের এই উদ্যোগকে সিনহা আন্তরিক ধন্যবাদ জানান। আসলে শিক্ষকরা যারা সমাজের উন্নতিকল্পে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাদেরকে যখন কেউ সম্মান দেন, সেটা তাঁদের কাছে একটা বিশাল প্রাপ্তি হয়ে থাকে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব স্কলার্সের সভাপতি সুপ্রভা রাজকুমারী, সদ্যপ্রাক্তন সভাপতি অরিজিৎ গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ক্লাব স্কলার্স এর পথ প্রদর্শক লায়ন ডঃ ইন্দ্রানী ভট্টাচার্য এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন ।