India & World UpdatesHappeningsBreaking News
ইরফান খান প্রয়াত
Filmstar Irfan Khan dies at 54

29 এপ্রিলঃ চারদিন আগেই তাঁর মা মারা গিয়েছিলেন। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। রেখে গিয়েছেন দুই ছেলে ও স্ত্রী।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ফের অভিনয় শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন কোলন ইনফেকশন নিয়ে। রাত পোহাতেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
কয়েকদিন আগে অনুরাগীদের উদ্দেশে টুইট করেছিলেন ইরফান, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিকক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” ফিরে এসেছিলেন ইরফান। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘আংরেজি মিডিয়াম’ লকডাউনের জেরে রিলিজ হয়নি।
