Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বন্যার্তদের আর্ট অব লিভিংয়ের সহায়তা সামগ্রী
ওয়েটুবরাক, ৬ জুন : বন্যার্তদের সেবায় এগিয়ে এলো আর্ট অব লিভিং শিলচর শাখা। দুশোর বেশি ভুক্তভোগীকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়৷ ২৯ মে রংপুরের করাতিগ্রাম শিমুলতলায় এবং ৫ জুন ভরাখাই বোয়ালমারায় দুটি শিবির আয়োজন করে বন্যা দুর্গতদের হাতে কিছু সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। চাল, ডাল, আটা, তেল, লবণ, রান্নার মশলা, সাবান, ব্যাগ, বিস্কুট, চকোলেট, মশার ওষুধ, মশারি, ডিটারজেন্ট ইত্যাদি।
আর্ট অব লিভিং-এর পক্ষ থেকে এক প্রেসবার্তায় জানানো হয়েছে, প্রতিষ্ঠাতা গুরুজি শ্রীশ্রী রবিশঙ্করের ‘জনসেবা’র আদর্শকে সামনে রেখেই ছিল এই কর্মসূচি। সংগঠনের কর্মকর্তারা তাঁদের ব্যক্তিগত অনুদানে এই সব সামগ্রী কিনে ভুক্তভোগীদের বন্টন করেন। বন্যার্তদের মধ্যে কিছু কাপড়ও বিতরণ করা হয়। দুদিনের শিবিরকে সফল করে তুলতে আর্ট অব লিভিংয়ের বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবক সক্রিয় ভূমিকা নেন।