HappeningsBreaking News

বুধবার শিলচর-আইজল সড়কে ১২ ঘণ্টার চাকা বনধ
12 hour ‘Chaka Bandh’ on Wednesday in Silchar-Aizawl Road

২৫ সেপ্টেম্বর : বেশ কিছুদিন ধরেই বেহাল শিলচর-আইজল ৫৪ নং জাতীয় সড়ক। এ নিয়ে দাবি, আবেদন-নিবেদনও কম হয়নি। কিন্তু কোনও সংস্কার না হওয়ায় এ বার ১২ ঘণ্টার চাকা বনধ-এর ডাক দিল মিজোরামের প্রধান বিরোধী রাজনৈতিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট সংক্ষেপে এমএনএফ।

Rananuj

দল জানিয়েছে, বুধবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সড়কের ভাইরেংটি থেকে জারলন পর্যন্ত চাকা বন্ধ কর্মসূচি পালন করা হবে। প্রসঙ্গত, ৫৪ নং জাতীয় সড়কের কলাশিব জেলার প্রায় ৬৫ কিলোমিটার অংশ দীর্ঘদিন থেকে বেহাল। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। একের পর গাড়ি নষ্ট হচ্ছে। আর সেজন্যই এই চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে।

এমএনএফ-এর পক্ষ থেকে জানানো হয়, এই চাকা বনধ কর্মসূচি শুধুমাত্র কলাশিব জেলাতেই চলবে। তবে বনধ কলাশিবে পালন হলেও শিলচর থেকে আইজলগামী সব গাড়িই এ দিন চলাচলে যে সমস্যায় পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

September 25: The Silchar-Aizawl National Highway (NH) 54 is lying in a dilapidated condition since a long period of time. Rounds of prayers, petitions and demands were made in the past regarding this matter. However, the appeals of the people were unheard by the government. Finally, Mizo National Front (MNF), the chief opposition party of Mizoram has called for a 12 hour ‘Chaka Bandh’ on Wednesday.

MNF has informed that the 12 hour ‘Chaka Bandh’ will be effective in between Vairengte to Jarlon area in NH 54 from morning 5 till evening 5. It needs mention here that a stretch of around 65 kms of road in Kolasib district is lying in a pathetic condition, which has resulted in a number of accidents. New vehicles are also getting damaged due to poor road condition. That is why the 12 hour ‘Chaka Bandh’ has been called by MNF. As a result, vehicles bound for Aizawl from Silchar will face problems on Wednesday.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker