NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsCultureBreaking News
শুটিঙে শিলচরে এসে ভাষাশহিদদের শ্রদ্ধা রুমকি চট্টোপাধ্যায়ের
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায় বুধবার সন্ধ্যায় উনিশের ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে শিলচর রেলস্টেশনে উপস্থিত হন৷ তিনি স্টেশনচত্বরে নির্মিত ভাষাস্মারকে পুষ্পার্ঘ অর্পণ করেন।
সিলেট গণভোটের উপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি “উদ্বাস্তু”-র শুটিংয়ের জন্য তিনি গত চারদিন ধরে শিলচরে আছেন। বৃহস্পতিবার চলে যাবেন কলকাতায়।
ফিরে যাবার প্রাক সন্ধ্যায় ‘উনিশ’এর শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব করের সঙ্গে উদ্বাস্তু, ভাষাশহিদ, বর্তমান পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন৷ ছিলেন সমিতির কর্মকর্তা রবি বসুও৷
রুমকি চট্টোপাধ্যায় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী৷ বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন৷ তিনি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পত্নী এবং আবির চট্টোপাধ্যায়ের মা৷