Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ কলেজের ১০ শতাংশ শিক্ষক-অশিক্ষক কর্মী পজিটিভ10% teachers & staff tests +ve in Karimganj College
২৮ সেপ্টেম্বরঃ করিমগঞ্জ জেলায় প্রথমদিনের রেপিড অ্যান্টিজেন টেস্টে মাত্র ১.৪৯ শতাংশ কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। কিন্তু করিমগঞ্জ কলেজে শিক্ষক-অশিক্ষক কর্মীদের আরটিপিসিআর করে দেখা গিয়েছে, ১০ শতাংশই করোনায় আক্রান্ত। শনিবার তাঁরা লালারসের নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য। সোমবার ৯০ জনের ফলাফল জানা গিয়েছে। দেখা গিয়েছে, তাঁদের ৯ জনই কোভিডে সংক্রমিত। আরও কয়েকজনের রেজাল্ট আসার বাকি রয়েছে।
১০ শতাংশের সংক্রমণের সংবাদে করিমগঞ্জ কলেজ তো বটেই, শহরেও উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে, মঙ্গলবার স্নাতক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে। অন ও অফলাইন দুই পদ্ধতিতেই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইন পরীক্ষার দাবিতে কলেজে কলেজে আন্দোলন গড়ে উঠলেও মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে আসায় আগ্রহীদের সংখ্যাটাও কম নয়। ফলে সংক্রমণের আশঙ্কায় ভুগছেন অনেকে। তাদের মধ্যে শিক্ষকরা যেমন রয়েছেন, তেমনি আছে পরীক্ষার্থীরাও। একে অপরকে সম্ভাব্য সংক্রমণের কারণ বলে সন্দেহ করছেন।
করিমগঞ্জ কলেজের এক সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ৯ জনের ৫ জনই অশিক্ষক কর্মী। ৪ জন শিক্ষক। শিক্ষকদের পরীক্ষার ডিউটি থেকে দূরে রাখা হলেও তেমন কোনও সমস্যা হবে না। কিন্তু অশিক্ষক কর্মীদের সরানোর দরুন পরীক্ষার সময়ে কলেজ কর্তৃপক্ষের চাপ বেড়ে গেল।