Barak UpdatesHappeningsBreaking News
তারাপুর, দাস কলোনি সহ কাছাড়ে আরও দশ পজিটিভ10 more +ve in Cachar from Tarapur, Das Colony & other places
২৮ জুনঃ আরও দশজনের করোনা সংক্রমণের কথা জানিয়েছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। তাঁদের একজনের বাড়ি শিলচরের দাস কলোনিতে। দুইজন তারাপুরের বাসিন্দা। একজন আবার বায়ুসেনা।
রবিবার স্বাস্থ্যবিভাগ সূত্রে পাওয়া তালিকায় রয়েছেন বারিকনগরের সজল হোসেন লস্কর (২৪), ইয়ামুল হোসেন লস্কর (২৯) ও জবির হোসেন লস্কর (৩১), তারাপুর চানমারির শর্মিষ্ঠা পাল (২৫), তারাপুর রোডের দীপক দাস (৩০), দাস কলোনির চন্দ্রা সাহা (৩৫), বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডের নজমুল ইসলাম বড়ভুইয়া (২৪), আমড়াঘাটের নিজামউদ্দিন মজুমদার (২৫)। রয়েছেন কুম্ভীরগ্রাম বায়ুসেনার ঋষভ মিশ্র (২৯)-ও। তিনি উত্তরপ্রদেশ থেকে বিমানে ফিরেছেন। এ দিন পজিটিভ নিশ্চিতদের প্রায় সবাই-ই অবশ্য বিমানযাত্রী। কেউ এসেছেন বেঙ্গালুরু থেকে, কেউ মুম্বই থেকে।
শুধু ট্র্যাভেল হিস্ট্রি নেই ৩০ বছর বয়সী অসিত দাসের। আসাম টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে (এটিএসপি) শুক্রবার রামনগরের এক গুদাম থেকে তাঁর লালারস সংগ্রহ করা হয়েছিল। রবিবার পজিটিভ বলে ধরা পড়ে। আইরংমারায় তাঁর বাড়ি হলেও এই সময়ে তিনি দুধপাতিলে থাকেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, তাদের তিনজন এনআইটি কোয়রান্টাইন সেন্টার, একজন আসাম বিশ্ববিদ্যালয়ে, একজন হোটেল কোয়রান্টাইনে, একজন বায়ুসেনার কোয়রান্টাইনে রয়েছেন। তিনজন রয়েছেন হোম কোয়ারান্টাইনে। প্রত্যেককে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে এনে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্স গিয়েছে তাঁদের তুলে আনার জন্য।
অসিত দাসের মতই এটিএসপি-তে লালারস সংগ্রহ ও পরীক্ষা করে শনিবার করোনা সংক্রমণ ধরা পড়েছিল জয়পুর থানার যে পুলিশকর্মী, রবিবার তাঁর পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করা হয়।