NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে লকডাউন বাড়ল এক সপ্তাহ
1 week lockdown extended in 10 districts of Mizoram

২৬ এপ্রিল : করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আইজল সহ মিজোরামের ১০টি জেলায় লকডাউন আরও ৭ দিন বাড়ানো হল। করোনার চেন ভেঙে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। এর আগে জারি করা লকডাউন সোমবার বিকেল ৪টা পর্যন্ত বহাল ছিল। নতুন নির্দেশ জারি করে মিজোরাম সরকার বলেছে, বর্তমানে বহাল থাকা বিধি নিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানো হলো।