NE UpdatesHappeningsBreaking News
৯.১৪ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করল আরপিএফ, ছয়জন গ্রেফতার
ওয়েটুবরাক, ২১ জানুয়ারি: ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি সময়ের মধ্যে ৯.১৪ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে।
১৮ জানুয়ারি আগরতলা রেল স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনী ও জিআরপি যৌথ ভাবে এক তল্লাশি অভিযান চালায়। সে সময় তারা চারজনকে আটক করে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৩.৯০ লক্ষ টাকা।
১৭ জানুয়ারি কামাখ্যা রেলস্টেশনে ট্রেন নং ১৫৬৫৮ ডাউন ব্রহ্মপুত্র মেলে রেলওয়ে সুরক্ষা বাহিনী তল্লাসি অভিযান চালিয়ে ১২৪টি মদের বোতল বাজেয়াপ্ত করে। ছয়টি দাবিদারহীন ব্যাগে রাখা ছিল ওই সব মদের বোতল। সে সবের মূল্য প্রায় ২৬ হাজার টাকা।
এছাড়াও, ওই সময়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী বিভিন্ন ট্রেন এবং স্টেশন থেকে ৩৬.৭ কেজি গাঁজা ৬২৫ বোতল কফ সিরাপ, ২৮ বোতল মদ উদ্ধার করা হয়। ১৫ জানুয়ারি অবৈধ গাঁজা বহনকারী একজনকে গ্রেফতার করা হয়। ১৬ জানুয়ারি অবৈধভাবে মদের বোতল রাখার জন্য আরও একজনকে গ্রেফতার করা হয়।