NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
৭ আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের টাকা, নির্দেশ হিমন্তের
২৪ জুলাই : বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আর্থিক সাহায্য দিতে এ বার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দিল্লি সফররত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন, আগামী ৭ আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ঘরবাড়ি মেরামতের অর্থ দিতে হবে। এজন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে একেকজন মন্ত্রী বন্যাবিধ্বস্ত জেলা সফরও শুরু করে দিয়েছেন।
বরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাছাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়াকে। তিনি আগামী সোমবার জেলা সফরে আসছেন। করিমগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী বিমল বরাকে এবং হাইলাকান্দির দায়িত্বে রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এর মধ্যে মন্ত্রী পরিমল শনিবারই হাইলাকান্দি সফরে গিয়েছেন।
অন্যান্য জেলাগুলোর মধ্যে হোজাইয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী কেশব মহন্ত, নগাঁওয়ে মন্ত্রী অতুল বরা, ওদালগুড়িতে ইউজি ব্রহ্ম, বাকসায় যোগেন মোহন, দরং ও কামরূপে চন্দ্রমোহন পাটয়ারি, নলবাড়িতে নন্দিতা গারলোসা, বরপেটা ও বজালিতে রণোজ পেগু, মরিগাওয়ে পীযূষ হাজরিকা, শোণিতপুরে অজন্তা নেওগ, ধুবড়িতে অশোক সিংহল, তামুলপুরে সঞ্জয় কিষাণ এবং বঙ্গাইগাওয়ে রঞ্জিত কুমার দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে সরকার ক্ষতিগ্রস্তদের তালিকাও প্রস্তুত করে ফেলেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ হিয়েছেন, এই জেলাগুলো পরিদর্শনের সময় মন্ত্রীরা সংশ্লিষ্ট আধিকারিকদেরও সঙ্গে নিয়ে যেতে হবে। সরকার ক্ষতিগ্রস্তদের রেশন, কাপড়, বাসনপত্র ইত্যাদি দিয়েছে। ত্রাণ শিবিরে থাকা লোকদের মধ্যে একেকটি পরিবারকে ৩৮০০ টাকা নগদ দেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ৭ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতির জন্য ৯৫ হাজার টাকা করে দেওয়া হবে।