India & World UpdatesAnalyticsBreaking News
৪ রাজ্যে নির্বাচনের জন্য কংগ্রেসের স্ক্রিনিং কমিটি, রাজস্থানে নেতৃত্বে গৌরব গগৈ
নতুনদিল্লি, ৩ আগস্ট : আসন্ন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের জন্য তৎপর কংগ্রেস। কর্ণাটকের পর এই চার রাজ্যে যাতে সাফল্য আসে সেজন্য কংগ্রেস দল প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠন করেছে। রাজস্থানের জন্য গঠন করা এই স্ক্রীনিং কমিটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আসামের সাংসদ গৌরব গগৈকে। এই প্যানেলের সদস্য হিসেবে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট সহ গণেশ গুড়িয়াল ও অভিষেক দত্তকে।
মধ্যপ্রদেশের জন্য স্ক্রীনিং কমিটির অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে জিতেন্দ্র সিংকে। মধ্যপ্রদেশের কংগ্রেস কমিটির প্রধান কমল নাথ, কংগ্রেস বিধায়নী দলের নেতা গোবিন্দ সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এর সঙ্গে রাজ্যের এআইসিসির ভারপ্রাপ্ত সচিবরা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
ছত্তিশগড়ের জন্য স্ক্রীনিং কমিটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মাকেনকে। এল হনুমন্তায় ও নেটা ডিসুজা স্ক্রিনিং কমিটির সদস্য হবেন। ছত্তিশগড়ের কংগ্রেস প্রধান দীপক বাইজ, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও রাজ্যের এআইসিসির ভারপ্রাপ্ত সচিবরা প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তেলেঙ্গানার জন্য স্ক্রীনিং কমিটির অধ্যক্ষ হয়েছেন কে মুরলীধরন। অন্যদিকে বাবা সিদ্দেক, জিগনেশ মেওয়ানী, এ রেওন্ত রেড্ডি এবং রাজ্যের এআইসিসির ভারপ্রাপ্ত সচিবরা প্যানেলের পদস্থ সদস্য হবেন।