NE UpdatesBarak UpdatesAnalytics
৩০ জুনের মধ্যে কাগজকল কর্মীদের বকেয়া বেতন : মুখ্যমন্ত্রী
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৬ জুন : আসামের দুটি কাগজকল কর্মীদের বকেয়া বেতন ৫০০ কোটি টাকা আগামী ৩০ জুনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ডিফুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, দুটি কাগজকল কর্মীদের নথিপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এরপরই কাগজকল কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দুটি কাগজকল বন্ধ হয়ে যাবার পর এর কর্মীরা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যেই দিনযাপন করছেন। বিষয়টি বুঝেই রাজ্য সরকার ৩০ জুনের মধ্যে কর্মীদের বকেয়া ২৪-২৫ মাসের বেতন বাবদ ৫০০ কোটি টাকা মিটিয়ে দেওয়া হবে। তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে কাগজ কলের দু’হাজার কর্মী কাজ করে গেছেন। বর্তমানে অনেকেই আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে কাগজকল কর্মীদের ইউনিয়ন জাকরু মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে কাগজকল কর্মীরা দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে অনেকেই চিকিতসা করাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ জুনের মধ্যে কাগপজকলের একটি স্থায়ী সমাধান হবে।