NE UpdatesAnalyticsBreaking News
৩০ এপ্রিল রাজ্যে পুনরায় হবে বিশেষ টেট, জানালেন শিক্ষামন্ত্রী
গুয়াহাটি, ৫ মার্চ ঃ রাজ্যে পুনরায় অনুষ্ঠিত হবে বিশেষ টেট পরীক্ষা। তবে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ের এই বিশেষ টেট পরীক্ষা হবে রাজ্যের ৬টি জেলায়। স্বায়ত্তশাসিত এলাকার জন্য এই বিশেষ টেট পরীক্ষা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রবিবার গুয়াহাটির কাহিলিপাড়ায় সমগ্র শিক্ষা অসমের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু বলেন, ষষ্ঠ অনুসূচিত এলাকার জন্য এই বিশেষ টেট পরীক্ষা আয়োজনের পূর্ণ কর্তৃত্ব থাকবে সংশ্লিষ্ট পরিষদের। বিশেষ এই টেট পরীক্ষা কোকরাঝাড়, বাকসা, ওদালগুড়ি, ডিমা হাসাও, কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় অনুষ্ঠিত হবে।
ইচ্ছুক প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। রবিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৩০ মার্চ। পরীক্ষার জন্য ১৫ এপ্রিল অনলাইনে এডমিট কার্ড প্রদান করা হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল।