Barak UpdatesHappeningsBreaking News

২০২৬-এ আসামে ফাইনাল, হিন্দু-মুসলমান ভুলে বাঙালিদের জোট বাঁধতে বললেন মমতা

ওয়েটুবরাক, ১৭ এপ্রিলঃ জোড়া ফুল ভাই-বোন, জোড়া ফুল হিন্দু-মুসলমান৷ সর্বধর্ম সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করে শিলচর সহ অসমের চার লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের জন্য ভোট চাইলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ভাগাভাগি চাই না৷  হিন্দু-মুসলমানে ভাগাভাগি না হলে যে অসমে বাঙালিরা বৃহৎ শক্তি সে কথাও তিনি আজ শুনিয়ে দিলেন৷  এর পরই তাঁর আহ্বান, এ বার তৃণমূলকে জেতান, ২০২৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে প্রার্থী দেবে৷

Rananuj

বিজেপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে মমতার বক্তব্য, এটা ট্রায়ালমাত্র, ফাইনাল বাকি৷  ফাইনাল খেলতে আসছি৷  ২০২৬-এই যে অসমে বিজেপির সঙ্গে ফাইনাল খেলবে, তা জানিয়ে মমতা বলেন, আমরা জিতলে এনআরসি হতে দেব না, সিএএ তুলে দেব, অভিন্ন দেওয়ানি হতে দেব না৷  ডি ভোটারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা হবে৷

এনআরসি-ছুট  বাঙালিদের পাশে তিনি ছিলেন, এই দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা মিটিং করেছি, মিছিল করেছি৷  আসামের বাঙালিদের জন্য আন্দোলন করেছিলাম বলে আসামের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে এফআইআর করেছিলেন, ছয়-সাতটি মামলা করেছেন৷ এর পরও অত্যাচারিতদের জন্য বাংলার দরজা খোলা বলে আশ্বস্ত করেন মমতা৷  তিনি বলেন, আমরা কাউকে তাড়াই না৷ প্রসঙ্গক্রমে মমতা শ্রীজাতের ২০১৯ সালের শিলচর সফরের উল্লেখ করেন৷  সে বার বিজেপি শ্রীজাতকে ঘিরে ধরেছিল৷  তিনি নাট্যকর্মীদের  ফোন করে তাঁকে উদ্ধার করেছিলেন বলে জানালেন৷

তিনি কংগ্রেস-সিপিএমের সমালোচনা করে বলেন, এরা বিজেপিকেই সমর্থন করে৷ তাই একাই তাঁকে লড়াই করতে হচ্ছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী৷  তাঁর কথায়, এত কলুষিত ভোট আগে আর দেখেনি৷ এ তো ফর দ্য সেন্ট্রাল এজেন্সি, বাই দ্য সেন্ট্রাল এজেন্সি৷ মানুষের কোনও অধিকার নেই৷ বিপক্ষে কথা বললেই জেলে পুরে দিচ্ছে৷ তিনি ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, এ বার মোদি জিতলে আর নির্বাচন হবে না দেশে৷  আগেই দেশটা প্রায় বেঁচে দিয়েছেন৷  এ বার জিতলে বাকিটাও বেঁচে দেবেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker