NE UpdatesHappeningsBreaking News
১৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক হিমন্ত-জোরামের, থাকবেন অমিতও
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর : আসাম ও মিজোরামের মধ্যে সীমাবিবাদ মেটানোর উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে মিলিত হবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা। বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই মুখ্যমন্ত্রী নিজেদের মধ্যে ফোনে কথা বলেই দিল্লির বৈঠকের দিন ঠিক করেছেন।
মিজোরামের সঙ্গে অসমের ১৬৪.৬ কিলোমিটার সীমানা রয়েছে। কিন্তু ইংরেজ আমলে ১৮৭৫ সালে ও ১৯৩৩ সালে দুই বার অবিভক্ত অসমে লুসাই হিল ও অসমের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়েছিল। রাজ্য ভাগের পরে বর্তমানে অসমের দাবি, ১৯৩৩ সালের নির্ধারিত সীমানা মানা হবে। তেমন হলে মিজোরামের বেশ কিছু অংশ অসম পায়। কিন্তু মিজোরাম ১৮৭৫ সালের সীমানাকেই মানতে অনড়, কারণ তেমন হলে অসমের সংরক্ষিত বনাঞ্চলের অনেকটা অংশ মিজোরামে পড়ে।
২০২১ সালের জুলাইতে সীমানা নিয়ে ভাইরেংটিতে দুই রাজ্য পুলিশের মধ্যে গুলির লড়াই বাঁধে। মারা যান অসমের ৬ পুলিশকর্মী সহ সাতজন। এরপর থেকে দুই রাজ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়৷