Barak UpdatesHappeningsBreaking News

১৪ বিজেপি প্রার্থীর মধ্যে গৌতম রায়কে নিয়েই মানুষের আগ্রহ!

ওয়েটুবরাক, ১৮ মার্চ: বিজয় সংকল্প সমাবেশ হল করিমগঞ্জ জেলার ভাটগ্রামে৷ প্রথমবার নরেন্দ্র মোদি ওই সীমান্ত জেলায় গেলেন৷ প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর পর তিনিই করিমগঞ্জে সভা করলেন৷ দলের বরাক উপত্যকার ১৪ প্রার্থীর সবাই মঞ্চে উপস্থিত ছিলেন৷ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সভার শুরুতে সবাইকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন৷ সবাই সংক্ষেপে বক্তৃতা করেন৷ ভাষণ দেন দুই সাংসদ ডা. রাজদীপ রায় এবং কৃপানাথ মালাও৷ টিকিট বঞ্চিত প্রবীণ নেতা মিশনরঞ্জন দাসকে প্রথমে মাইক্রোফোনে ডেকে নেওয়া হয়৷ বক্তৃতা করেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় প্রভারি বৈজয়ন্ত জয় পান্ডাও৷

Imageপাথারকান্দির কৃষ্ণেন্দু পাল বললেন রাস্তার কথা৷ নিলামবাজারে কী দুর্ভোগে পোহাতে হচ্ছিল মানুষকে! উত্তর করিমগঞ্জের প্রার্থী ডা. মানস দাস বললেন, কেন্দ্র-রাজ্যে বিজেপি সরকার থাকলেও উত্তর করিমগঞ্জে উন্নয়ন হয়নি৷ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নানাভাবে বাধা দিয়েছেন৷

বিজেপির ১৪ প্রার্থীর মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা কাটিগড়ার প্রার্থী গৌতম রায়ের প্রতি যে মানুষের এখনও আগ্রহ রয়েছে, প্রমাণ মিলল ভাটগ্রামে৷ তিনি বলতে শুরু করতেই মাঠ জুড়ে হইহই রইরই৷ মান্য বাংলায় সম্ভাষণ জানিয়েই বললেন, “অহন আমার ভাষায় কই৷” বললেন, “বিজেপিকে ভোট না দিলে দিল্লি থেকে মাল (টাকা) আসবে না৷ কানা কলসীতে জল ঢালা হবে৷”
আলগাপুরের প্রার্থী মুন স্বর্ণকার হিন্দিতে বক্তৃতা করেন ৷ শিলচরের প্রার্থী দীপায়ন চক্রবর্তী শিলচরে জমা জল, পানীয় জলের সমস্যার কথা উল্লেখ করেন৷ জয়ী হয়ে ওইসব দূর করার অঙ্গীকার করেন তিনি৷ সাংসদ রাজদীপ রায় আশাবাদী, দীপায়ন জিতবেন৷

সোনাইর প্রার্থী আমিনুল হক লস্করের কথায়, কংগ্রেস-এআইইউডিএফ মহা সাম্প্রদায়িক দল৷ কংগ্রেস বলেছিল, আজমল সাম্প্রদায়িক৷ আজমল বলেছিল, কংগ্রেস সাম্প্রদায়িক৷ আর দুই সাম্প্রদায়িক দল মিলে হল মহাসাম্প্রদায়িক৷ তিনি তাদের পরাস্ত করার আহ্বান জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker