Barak UpdatesHappeningsBreaking News
১৪৪ ধারায় নুপিলাল দিবস নিয়ে চিন্তা
ওয়েটুবরাক, ১ ডিসেম্বর : মণিপুরিদের জনজাতির মর্যাদা দেবার জন্য ৩০ নভেম্বর ক্ষুদিরাম মুর্তির পাদদেশে ধরনা দেওয়ার কথা ছিল৷ জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ প্রয়োজনীয় অনুমতিও প্রদান করেছিল৷ কিন্তু এর আগের দিনেই প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ওই কর্মসূচি হতে পারেনি৷ এ ব্যাপারে খেদ ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেস নেতা এম শান্তিকুমার সিংহ৷ তিনি বলেন, জনগণের প্রতিবাদী কন্ঠকে দমিয়ে রাখতে, গনতান্ত্রিক অধিকারকে খর্ব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তাঁর কথায়, কিন্তু ১৪৪ ধারার মধ্যে সোনাই স্বাধীন বাজারে জেলাশাসক, পুলিস সুপারের উপস্থিতিতে সোনাইর বিধায়ক মহিলা মার্কেটের শিল্যান্যাস করলেন এবং বিশাল সংখ্যক জনগনকে নিয়ে সভাও করলেন৷ এটা কি ১৪৪ ধারার লঙ্ঘন নয়, প্রশ্ন শান্তি সিংহের৷
তাঁর কাছে আরও চিন্তার কথা, আগামী ১২ ডিসেম্বর ঐতিহ্যবাহী মণিপুরিদের নুপীলান দিবস কাছাড় জেলা জুড়ে পালিত হতে যাচ্ছে৷ হাইলাকান্দি, করিমগঞ্জ থেকেও মণিপুরি মহিলারা অংশ গ্রহণ করবেন৷ ১৪৪ থাকলে কী করে ওই উৎসব হবে?