India & World UpdatesHappeningsBreaking News
হৃদয়বিদারক! ভারতের করোনা পরিস্থিতি একেও ছাড়িয়ে, বললেন হু প্রধান
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: ভারতের কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নিয়েছে৷ হৃদয়বিদারক বললেও কম হবে৷ মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টিএ ঘেব্রেসোস৷ তিনি বলেন, আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয়, সবটাই করা হচ্ছে৷ অতিরিক্ত কর্মী এবং সামগ্রী পাঠানো হচ্ছে৷ ভারতে বিভিন্ন প্রকল্পে ২৬০০ কর্মী নিয়োজিত রয়েছেন৷ তাঁদের করোনা মোকাবিলায় কাজে লাগানো হয়েছে৷ ভারতের আর্জিতে সাড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে৷