NE UpdatesBarak UpdatesHappenings

কৃতজ্ঞতা জানিয়ে হিমন্তের হাতে দাবিসনদ তুলে দিল ‘থাউজেন্ড সায়ন্তনস’

২৬ সেপ্টেম্বর: কার্ডিওসার্জন রাকেশ পি গোপালকে শিলচর মেডিক্যাল কলেজে আনতে পারার পর ‘থাউজেন্ড সায়ন্তনস’ বুঝে গিয়েছে, ক্রমাগত চাপ সৃষ্টি করেই দাবি আদায় করতে হবে৷ চাপ সৃষ্টি করতে হবে স্থানীয় পর্যায়ে, রাজ্য পর্যায়ে৷ কথা বলতে হবে প্রশাসনিক কর্তাদের সঙ্গে, রাজনৈতিক নেতৃবর্গের সঙ্গে৷ সেদিক থেকেই ‘থাউজেন্ড সায়ন্তনস’-এর এক প্রতিনিধি দল শনিবার সাক্ষাৎ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে৷ বিভিন্ন দাবিতে স্মারকলিপি তুলে দেয়, সঙ্গে ডা. গোপালকে আনার প্রস্তাবে অনুমোদন ও ক্যাথল্যাবের মঞ্জুরির জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখোমুখি কথায় মন্ত্রীকে তাঁরা নানা সমস্যার গভীরতা সম্পর্কে অবগত করান৷ ডা. গোপালকে আনা সহ এই অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উৎকণ্ঠা দেখে মন্ত্রী শর্মা ‘থাউজেন্ড সায়ন্তনস’-এর প্রশংসা করেন৷

তারা দাবি করেন, শীঘ্র গুয়াহাটি মেডিক্যাল কলেজের সমস্ত স্বাস্থ্যসেবা শিলচরেও চালু হোক, যাতে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের চিকিৎসার জন্য গুয়াহাটি, শিলঙ বা অন্যত্র ছুটতে না হয়৷ তাদের অন্যান্য দাবিগুলি হল, কার্ডিও, নিউরো, নেফ্রোলজিতে ডিএম কোর্স চালু, সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে প্রাইমারি থ্রম্বোলাইসিস, মেডিক্যাল কলেজে পূর্ণাঙ্গ এনজিওপ্লাস্টি চিকিৎসাসেবা চালু ইত্যাদি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker