India & World UpdatesHappeningsBreaking News
হামাসের এয়ার ফোর্সের প্রধান নিহত, দাবি ইজরায়েলের
ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : যুদ্ধের অষ্টমদিনে বড় সাফল্য পেল ইজরায়েল। শনিবার ইজরায়েলের তরফে দাবি করা হল, গাজা স্ট্রিপে তাদের এয়ারস্ট্রাইকে মারা গিয়েছেন হামাস সন্ত্রাসবাদী গোষ্ঠীর এরিয়াল ফোর্সের প্রধান। গাজায় লাগাতার এয়ারস্ট্রাইক চালানো হচ্ছে। হামাসের সদর দফতরেও হামলা চালানো হয়। সেখানেই মিসাইলের আঘাতে মৃত্যু হয়েছে তাদের এরিয়াল ফোর্সের প্রধান মুরাদ আবু মুরাদের। ইজরায়েল-হামাসের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, তাতে হামাস জঙ্গিদের পরিচালনার দায়িত্বে ছিলেন এই আবু মুরাদ।
এক সপ্তাহের যুদ্ধে ইজরায়েলের কমপক্ষে ১৩০০ নাগরিকের মৃত্যু ঘটেছে। পাল্টা ইজরায়েলি এয়ারস্ট্রাইকে গাজায় ১৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ইজরায়েলের দাবি, হামাস জঙ্গিদেরই শেষ করেছে তারা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এ তো সবে শুরু! এই মন্তব্যের পরে স্বভাবতই জল্পনা শুরু হয়েছে যে, হামাসের বিরুদ্ধে আরও বড় অভিযানে নামতে চলেছে ইজরায়েল!
২৪ ঘণ্টার মধ্যে নাগরিকদের গাজা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। ইজরায়েলের এই নির্দেশের পরই হাজার হাজার মানুষ পালাচ্ছেন। এখনও অবধি গাজার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ১০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে গিয়েছেন।
শনিবার সকাল থেকেই ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় অভিযান শুরু করেছে। হামাসের বিরুদ্ধে পুরোদমে অভিযান শুরুর আগে এই তল্লাশি চলছে। গাজায় যে বিপুল সংখ্যক ইজরায়েলি ও বিদেশি নাগরিকদের পণবন্দি করে রাখা হয়েছে, তাঁদের খোঁজেও চলছে তল্লাশি।