NE UpdatesHappeningsBreaking News
হাফপ্যান্ট পরে কার্যালয়ে নয়, নোটিশ ঘিরে ব্যাপক চর্চা
২৪ সেপ্টেম্বর : হাফ প্যান্ট অনেকেই পরতে ভালবাসেন। মাত্র কিছুদিন আগেও আমাদের এ অঞ্চলে বাড়িতেই হাফ প্যান্ট পরা হতো। বাড়ির বাইরে বেরোলে সবাই ফুল প্যান্ট পরতেই পছন্দ করতেন। কিন্তু এখন দিনকাল পাল্টেছে। হাফ প্যান্টও বাড়ির গন্ডি ছাড়িয়ে এখন বেরিয়ে পড়েছে রাস্তায়। হাফ প্যান্ট ঢুকে গেছে বিনোদনমূলক অনুষ্ঠান স্থলে, এমনকি সরকারি কার্যালয়েও। মাত্র কয়েকদিন আগেই তেজপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী হাফ প্যান্ট পরে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছিল। কর্তৃপক্ষ এতে বাধা দেওয়ায় শেষমেশ ছাত্রীটি পায়ে পর্দা পেঁচিয়ে পরীক্ষায় বসে। এই ঘটনাটি রাজ্যে ব্যাপক চর্চা লাভ করে। এ বার এমনই এক ঘটনা ঘটল এক সরকারি কার্যালয়ে।
ঘটনাটি চরাইদেও-এর সাপেখাতি সার্কল অফিসারের কার্যালয়ে। এই কার্যালয়ে শিষ্টাচার অনুসারে হাফ প্যান্ট পরিধান করে না আসতে সবাইকে অনুরোধ জানানো হয়, এমনকি এক কার্যালয়ের দেওয়ালে এ সংক্রান্ত একটি পোস্টারও সেঁটে দেওয়া হয়। পোস্টারের নিচের দিকে লেখা রয়েছে সাপেখাতি সার্কল অফিসারের আদেশ অনুসারে এই বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত হয়েছে।
এ ব্যাপারে ওই কার্যালয়ের এক কর্মী জানান, এই পোস্টার নতুন টাঙানো হয়নি। বেশ কিছুদিন থেকেই তা রয়েছে। তাঁরা বলেছেন, এই কার্যালয়ে দুজন মহিলা আধিকারিক রয়েছেন। আর সেজন্য অনেকে অমার্জিত পোশাক পরে কার্যালয়ে চলে আসেন, যা শোভনীয় তো নয়ই, শিষ্টাচারও নয়। এর প্রেক্ষিতেই এই পোস্টার লাগানো হয়েছে।