Barak UpdatesBreaking NewsFeature Story
হাতে আঙুল নেই একটিও, কলেজে ভর্তির দিন গুনছে মিতালি
৩০ জুন: একটিও আঙুল নেই তার৷ কী করে কলম ধরে, সেটাই বিস্ময়ের৷ সেই মেয়েই এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে৷
কলম ধরা শিখলে কীভাবে? বিস্ময়ভরা জিজ্ঞাসায় করিমগঞ্জ জেলার বোধন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মিতালি দেব জানায়, ‘এই প্রশ্ন আমার মনেও অনেকদিন ঘুরে বেড়ায়৷ মা-বাবা বলছিলেন, নিজেই নাকি কলম ধরা শিখে নিয়েছি৷ বিশ্বাস হচ্ছিল না৷ খুঁজে বের করি ছোটবেলার শিক্ষকদের৷ তাঁরাও অবশ্য একই কথা শোনালেন৷’
চেরাগিতে বাড়ি তাদের৷ ৩ ভাই, ২ বোন৷ বাবা সুবোধ দেব কৃষিকাজ করেন৷ মা গৃৃহবধূূ৷ মিতালির কথায়, ‘তাঁদের কাছে শুনেছি, ছোটবেলায় নিজেই দুই হাতে কলম চেপে ধরে আঁকাবুকি করতাম৷ পরে স্কুলে ভর্তি হই৷ ওইভাবেই লিখতে থাকি৷’ বলতে থাকে মিতালি, ‘দুঃখ হয় পরীক্ষার সময়৷ শেখা প্রশ্নের উত্তর ছেড়ে আসতে হয়৷ সময়ে কুলোয় না৷ টানা তিনঘণ্টা লেখার দরুন হাতে প্রচণ্ড ব্যথা হয়৷ তবু ওইভাবে কয়টা প্রশ্নের উত্তর আর লেখা যায়!
এবার শিলচরের কোনও কলেজে ভর্তি হতে চায় সে৷ এনজিও সক্ষম ভরসা জুগিয়েছে তাকে৷ সংস্থাটির সক্ষম কর্তা মিঠুন রায় বললেন, এরাই তো উদাহরণ! তাদের সুযোগ না দিলে কীসের সমাজব্যবস্থা! তাই তিনি ভর্তি করানোর ব্যাপারে শিলচরের কলেজগুলিতে যোগাযোগ রাখছেন৷ ভর্তি হলে পড়ার যাবতীয় খরচ তাদের, চেরাগিতে সদলবলে গিয়ে মিতালিকে সংবর্ধনা জানিয়ে ঘোষণা করে এসেছেন মিঠুনবাবু৷