Barak UpdatesHappeningsBreaking News
হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল, তিনশো শয্যার আইসিইউ কোথায় গেল, প্রশ্ন সুস্মিতা দেবের
8 আগস্টঃ লকডাউন নিয়ে মানুষকে চরম বিভ্রান্তিতে রেখেছে প্রশাসন, অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, জেলাশাসকের সুপারিশপত্রে সাত আগস্টের বৈঠকের উল্লেখ করা হয়েছে। কিন্তু সেদিন এমন কোনও বৈঠকই হয়নি। অন্যদিকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পূর্ণ লকডাউনের আর্জির পক্ষে জেলাশাসক ওই চিঠিতে যুক্তি দেখিয়েছেন। সুস্মিতার কথায়, প্রথমত মার্চেন্টরা এমন আর্জিই জানাননি। তাঁরা শুধু ফাটকবাজার,নিউমার্কেট প্রভৃতি বড় বড় বাজার অঞ্চলে লকডাউনের প্রস্তাব দিয়েছিলেন। দ্বিতীয়ত, জেলাশাসক যুক্তি দেথিয়েছেন, মেডিক্যাল কলেজে করোনা রোগীদের আর শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই লকডাউন জরুরি। সুস্মিতা দেবের প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বলেছিলেন, তিনশো শয্যার আইসিইউ হবে, হচ্ছে না কেন। এ ছাড়া পীযূষ হাজরিকা যে একহাজার শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরির কথা বলেছিলেন, সেগুলির কী হল।