Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে প্রতিদিন অভিযোগ শুনবেন নির্দিষ্ট পুলিশ আধিকারিক
ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে জনসাধারণের অভিযোগ শুনতে পুলিশ আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রতি কর্মদিবসে এসপি অফিসের কার্যালয়ে জনসাধারণের অভিযোগ শোনা হবে। সকাল সাড়ে ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযোগ জানানো যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার এসপি নিজেই অভিযোগ শুনবেন। এরপর মঙ্গলবার শুনবেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা), বুধবার ও বৃহস্পতিবার শুনবেন ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এবং শুক্র ও শনিবার শুনবেন ডেপুটি পুলিশ সুপার বর্ডার। যদি শুনানির কোনও দিন নির্দিষ্ট পুলিশ অফিসার ফিল্ড ডিউটি অথবা ছুটিতে থাকেন তবে পরবর্তী দিনের ডিউটি থাকা পুলিশ আধিকারিক এইদিনের শুনানি নেবেন বলে পুলিশ সুপারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।