Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে কমান্ডো ব্যাটেলিয়ন ইস্যুতে গ্রিন ট্রাইবুনালের নোটিশ
ওয়েটুবরাক, ২৫ জানুয়ারি : সংরক্ষিত বনাঞ্চল সাফ করে অসমের হাইলাকান্দি জেলায় নির্মাণ করা হয়েছে আসাম পুলিশ কমান্ডোর সেকেন্ড ব্যাটেলিয়নের সদর দফতর। এই অভিযোগে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল নিজে থেকে মামলা দায়ের করে সরকারের কাছে জবাব চেয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তাদের জবাব দিতে বলা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এই মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের ইন্সপেক্টর জেনারেল, প্রিন্সিপাল চিফ কনজারভেটর, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এবং হাইলাকান্দির জেলাশাসককে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা বন সংরক্ষণ আইন লঙ্ঘন করে সংরক্ষিত বনাঞ্চলের ৪৪ হেক্টর জমিতে কমান্ডো ব্যাটেলিয়নের সদর দফতর নির্মাণের অনুমতি দিয়েছেন। এই জমি হুলোক গিবন, স্লো লরিস, ক্লাউডেড লিওপার্ডের মতো জন্তুদের স্বাধীন বিচরণ এবং সমৃদ্ধ জৈববৈচিত্র্যের জন্য ১৮৭৭ সালে ইনার লাইন রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়।