Barak UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসে লিও-লায়ন শিলচর গ্রেটারের রক্তদান ও ডাস্টবিন বিতরণ
ওয়েটুবরাক, ১৮ আগস্ট : ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সকালে প্রত্যেকবারের মতো এইবছরও লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার ও তাদের যুব শাখা লিও ক্লাব অফ শিলচর গ্রেটার এবং বরাক ভ্যালি ভল্যান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এসো বলি, হোপ ফর জেম্স সোসাইটি ও হোটেল কল্পতরুর সহযোগিতায় হোটেল কল্পতরুর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে| উত্তোলন করেন বরাক ভ্যালি ভল্যান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় শাখার সম্পাদক করুণাময় পাল৷ সঙ্গে ছিলেন কাছাড় জেলা শাখার সভাপতি তথা শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার পাল৷ তাঁরা স্বাধীনতা দিবস ও রক্তদান আন্দোলন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে তাদের বক্তৃতা রাখেন। উপস্থিত ছিলেন দেবব্রত পাল, নবেন্দু নাথ , মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল ও অন্যান্য সদস্যরা । লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সম্পাদিকা লাকি দাস, লিও ক্লাবের সহ-সভানেত্রী পর্ণশ্রী দাস, এসো বলির শুভ চক্রবর্তী, হোপ ফর জেম্স সোসাইটির দেবাঞ্জনা দেও বক্তৃতা করেন । সঞ্চালনার দায়িত্বে ছিলেন সব্যসাচী রুদ্র গুপ্ত |
পতাকা উত্তোলন সেরে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের সদস্যরা বেরিয়ে পড়েন লিও ক্লাব অফ গুয়াহাটি উমঙ্গের সহযোগে ‘ক্লিন ইন্ডিয়া বেস্ট ইন্ডিয়া’ মিশনে । এই মিশনের মূল উদ্দেশ্য হলো, যানবাহন চলাচলের সময় কেউ যেন আবর্জনা রাস্তায় না ফেলে, বরং সেই আবর্জনা একটি ছোট্ট ডাস্টবিনে গাড়ির ভেতর জমিয়ে রাখেন এবং পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে সেই আবর্জনাগুলো ফেলেন। এইজন্য লিও ক্লাব অফ গুয়াহাটি উমাঙ্গ “অশোক ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইস গুয়াহাটির” সহযোগিতায় ১০০ টি ছোট ডাস্টবিন লিও ক্লাব অফ শিলচর গ্রেটারকে দেওয়া হয়েছিল, সেগুলি শিলচরের রাস্তায় গাড়িচালকদের হাতে তুলে দেওয়া হয় | স্বাধীনতা দিবস উপলক্ষে সেদিন শিলচর পুরসভা ও বরাক ভ্যালি ভল্যান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের উদ্যোগে কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট ২৮ ইউনিট রক্ত সংগ্রহ হয়। সেদিনে লায়ন্স ও লিও ক্লাবের পক্ষ থেকে শুভ চক্রবর্তী, রাজদীপ পাল, বিশাল পাল, এবং দেবকমল গোস্বামী রক্তদান করেন।