Barak UpdatesHappeningsBreaking News

স্বাধীনতার ৭৫ বছরঃ আইরংমারা পঞ্চায়েত কার্যালয়ে সংবর্ধনা

ওয়েটুবরাক, ১১ অক্টোবর : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বছরব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার আইরংমারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিভাগীয় উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান বিভিন্ন জনমুখি প্রকল্পের বিশাল ফলকের আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন বড়জালেঙ্গা ব্লকের বিডিও আরিফ আহমেদ চৌধুরী, কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এল ফাইডিং, প্রাক্তন প্রকল্প সঞ্চালক রসরাজ দাস সহ বড়জালেঙ্গা ব্লকের অন্তর্গত বিভিন্ন জনপ্রতিনিধিরা।

Rananuj

পরে জিপি কার্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে স্বাধীনতার অমৃত মহোৎসব সম্পর্কে এবং সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, এখন দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে। অনেক বিষ সরানোর পর অমৃতের স্বাদ আস্বাদন করতে পারছেন দেশবাসী। পরাধীনতার দীর্ঘ গ্লানি সহ্য করে এ দেশকে স্বাধীন করতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ভুলে গেলে চলবে না। বর্তমান প্রজন্মের কাছে সে ইতিহাস জাগ্রত করতে এবং প্রতিজন দেশবাসীকে স্বাধীনতার স্বাদ উপলব্দি করানোর উদ্দ্যেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর স্বাধীনতা দিবসে বছরজুড়ে অমৃত মহোৎসব পালনের কথা ঘোষণা করেন। পরিমল বলেন, স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের কথা আত্মবিশ্লেষণ করে সবাই যদি দেশের জন্য কিছু করেন তবেই অমৃত মহোৎসব পালনের সার্থকতা আসবে। মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান জনমুখি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশ গঠনের কাজ ৩০-৪০ বছর আগে শুরু হয়েছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নে জোয়ার আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এখনই বিশ্বগুরুর আসনে সমাসীন হয়েছে। এই উন্নয়নের ধারা চলতে থাকলে খুব কম দিনেই দেশের চেহারা আমূল পাল্টে যাবে বলেও পরিমল উল্লেখ করেন।

প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপি সদস্য তথা ডিআরডিএ-র প্রাক্তন প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, বড়জালেঙ্গা ব্লকের বিডিও আরিফ আহমেদ চৌধুরী, এপি সদস্য সুবোধ দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীরানি যাদব, সুশীল রঞ্জন ধর, জিপি সচিব তমাল মিশ্র প্রমুখ। এদিনের অনুষ্ঠানে এলাকার ৮০-ঊর্ধ্ব প্রবীণদের থেকে শুরু করে বিভিন্ন পেশায় কৃতী ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker