NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্বশাসিত পরিষদ দাবিতে শিলচরে মণিপুরিদের মিছিল
২১ ডিসেম্বরঃ আসামে মণিপুরিদের জন্য পৃথক স্বশাসিত পরিষদ দাবিতে শিলচরে মিছিল করল কয়েক হাজার মণিপুরি নারি-পুরুষ। মূল আয়োজক অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন, মণিপুরি ন্যাশনাল কাউন্সিল নামে দুই সংস্থা। তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অংশ নেয় আর বহু সংস্থার সদস্যরা। ইটখলা থেকে মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে তাঁরা আসেন জেলাশাসকের কার্যালয়ের সামনে।
জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকপত্র দেন। মণিপুরি ন্যাশনাল কাউন্সিলের কার্যবাহী সভাপতি সিংহজিত সিংহ বলেন, অসমে ছয় লক্ষাধিক মণিপুরি বসবাস করেন। তারা নানাদিক থেকে বঞ্চনার শিকার। বিধানসভায় মণিপুরি প্রতিনিধি না থাকাটাও দুর্ভাগ্যের। ফলে তাদের কথা উপযুক্ত স্থানে তুলে ধরার মত কেউ নেই। তাই মরান, মটক, কোচ রাজবংশী প্রভৃতি জনগোষ্ঠী পৃথক স্বশাসিত পরিষদ আদায়ে সমর্থ হলেও মণিপুরিরা পারেনি।
আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দন সিংহের কথায়, স্বশাসিত পরিষদ পেলে মণিপুরিরা নিজেদের স্বার্খ সুরক্ষায় সমর্থ হতো। তাই দাবি আদায়ে প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে যাবেন। তবে সামনেই যে বিধানসভা ভোট, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁরা বলেন, ভোটের আগে স্বশাসিত পরিষদ গঠন না হলে তাঁরা আন্দোলনের মাত্রা বাড়াতে বাধ্য হবেন।