Barak UpdatesHappeningsBreaking News

স্বয়ম্ভরার মাধ্যমে মালুগ্রামে রোটারির খাদ্যসামগ্রী বিতরণ

৬ নভেম্বর: শিলচর রোটারি ক্লাব ও রোটারি পার্মানেন্ট ফুড ব্যাঙ্ক থেকে কাছাড় জেলার দুস্থদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে৷ বস্তাভর্তি চাল, আটা, ডাল, তেল নিয়ে রোটারিয়ানরা কখনও যাচ্ছেন বড়জালেঙ্গায়, কখনও মালুগ্রামে৷ বৃহস্পতিবার ত্রাণসামগ্রী বন্টিত হয় মালুগ্রাম শিববাড়ি রোডের এনজিও ‘স্বয়ম্ভরা’র মাধ্যমে৷ এ উপলক্ষে স্বয়ম্ভরা কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনু্ঠানের আয়োজন করা হয়৷ পৌরোহিত্য করেন স্বয়ম্ভরার প্রধান শান্তনু দাস৷ উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি তাপস রায়, ফুড ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডা. কিরণময় দাস, দুই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর এসবি দত্ত ও তৈমুর রাজা চৌধুরী, রোটারিয়ান শ্যামল দাস প্রমুখ৷ মালুগ্রাম, ঘনিয়ালা এলাকার দুস্থ ৫০ জনের হাতে তাঁরা খাদ্যসামগ্রী তুলে দেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker