Barak UpdatesHappeningsBreaking News
সোনাইয়ের ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আটক ২
ওয়ে টু বরাক, ২৯ মে : মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি। এক ক্রেতার অভিযোগে আটক হলেন ফার্মাসির মালিক সহ অন্য একজন। ঘটনাটি ঘটেছে সোনাই বাজারের মতিনগর রোডের এক ফার্মাসিতে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই থানার পুলিশের একটি দল ফার্মাসিতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে দোকান বন্ধের নির্দেশ দেয়। পুলিশ বর্তমানে ওষুধের দোকানের মালিক বি কে সিনহা ও প্রীতম দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
ক্রেতা হোসেন আহমেদ লস্করের প্যানক্রিয়াসে সমস্যা। তিনি ওই দোকান থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে দিনে তিনবার সেবন করেন। এতে তার সমস্যা হলে তিনি বিষয়টি জানান। চিকিৎসক বলেন, এই ওষুধের কোন সাইড এফেক্ট করার কথা নয়। বরং তিনি নিয়মিত ওষুধ চালিয়ে যেতে পারেন। এরপর তিনি ফার্মাসিতে গিয়ে ট্যাবলেটের আরেকটি স্ট্রিপ কিনতে গিয়ে দেখেন, সেটি মেয়াদ উত্তীর্ণ এবং এক বছরের পুরনো। এ নিয়ে দুজনের মধ্যে বচসাও হয়।
পরে তিনি ওই ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিক্রির কথা পুলিশকে জানান। সে অনুযায়ী সোনাই পুলিশ অভিযানে নেমে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে ও ফার্মাসি মালিককে আটক করে।