Barak UpdatesHappeningsBreaking News
সোনাইয়ে গ্রেফতার ২ ডাকাত, চুরির জিনিস কিনে ধৃত স্বর্ণকার
২৬ মে: এক ডাকাতকে গ্রেফতার করতেই বেরিয়ে আসছে সোনাইর বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িতদের নামধাম৷ উদ্ধার হতে পারে গত এক বছরে ডাকাতির কবলে পড়া নাগরিকদের খোয়া যাওয়া সামগ্রী৷ মামলার তদন্তকারী অফিসার জাকারিয়া চৌধুরী জানান, গত কয়েকদিনে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷
কমরুল ইসলাম বড়ভুইয়া ওরফে লেখই মিঞাকে গত ২৩ মে পুলিশ গ্রেফতার করে৷ তাকে জেরা করে জানা যায়, গত দশ মাস আগে ৯ জুন তুলারগ্রামে বিনোদবিহারী দাসের বাড়ি, অমিয়কুমার দাসের বাড়ি এবং চাঁদপুরে প্রাক্তন জিপি সভাপতি আতন সিংহের বাড়িতে তারাই ডাকাতি করে৷ তার গুরুত্বপূর্ণ সঙ্গী হল সেলিম উদ্দিন ওরফে হোসেন৷ পুলিশ তাকে গ্রেফতারের ছক কষতেই সেলিম পালিয়ে বেড়াতে থাকে৷ পরে তাকে কৌশলে জালে ফেলা হয়৷ সাহায্য নেওয়া হয় করোনা আতঙ্কের৷ তার স্ত্রীর করোনা কিনা পরীক্ষার দরকার বলে তাকে সোনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এই খবরে স্থির থাকতে পারেনি সেলিম৷ ছুটে যায় হাসপাতালে৷ ওসি প্রণব ডেকার পাতা ফাঁদে পা দিতেই গ্রেফতার করা হয় তাকে৷ তাদের জেরা করে পুলিশ চরকিশাহ মোকামের কাছে থাকা স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় দত্তকে গ্রেফতার করে৷ তার কাছে বিক্রি করা হতো চুরি যাওয়া স্বর্ণালঙ্কার৷ পুলিশ তাদের আদালতে তুলে ৫ দিনের রিমান্ডে আনে৷ জাকারিয়া চৌধুরী বলেন, এখন তিনজনকে একসঙ্গে বসিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হবে৷