Barak UpdatesHappeningsBreaking News
সিভিজিল অ্যাপের মাধ্যমে নির্বাচনী অভিযোগ করিমগঞ্জে ১০০ মিনিটে নিষ্পত্তি
৩ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে আদর্শ আচরণবিধি লংঘন সংক্রান্ত জনসাধারণের অভিযোগগুলি নির্বাচন কমিশনের অ্যাপ “সিভিজিল”-এর মাধ্যমে ১০০ মিনিটে নিষ্পত্তি করা হবে। সেজন্য করিমগঞ্জ জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে চারটি করে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও ফ্লায়িং স্কোয়াড টিম ২৪ ঘন্টা নজরদারি চালাবে। ডিস্ট্রিক্ট কন্ট্রোলরুমে স্থাপিত সিভিজিল অ্যাপ থেকে প্রাপ্ত অভিযোগগুলি জেলায় টহলরত টিমের কাছে ৫ মিনিটের মধ্যে পাঠানো হবে৷
টিমগুলি দ্রুত এই অভিযোগের অ্যাকশন গ্রহণ করবে। ১৫ মিনিটের মধ্যে টিমগুলি অকুস্থলে পৌঁছাবে এবং ৩০ মিনিটের মধ্যে রিপোর্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবে। বাকি সময়ের মধ্যে রিটার্নিং অফিসার সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাকশন নেবেন। মঙ্গলবার করিমগঞ্জে এইসব টিম গুলির এক প্রশিক্ষণ শিবিরে এই তথ্য জানানো হয়।করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্বাচন সংক্রান্ত তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান ডিআইও ছেত্রি বুধবার এই প্রশিক্ষণ কার্যসূচি পরিচালনা করেন।