Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সিত্রাং ধেয়ে আসছে, প্রভাব বরাকেও
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : সিত্রাং ধেয়ে আসছে। এখন সাগরদ্বীপ থেকে ৪৩০ কিমি দূরে রয়েছে৷ আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সতর্ক দিঘা প্রশাসন। জারি হয়েছে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা। সেখানকার জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে চলছে লাগাতার প্রচার।
ঘূর্ণাবর্ত হয়ে সিত্রাংয়ের বরাক উপত্যকায় আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এর প্রভাব থেকে যে মুক্ত হতে পারবে না, তা সোমবার ভোর থেকেই স্পষ্ট৷ ঝিরঝিরে বৃষ্টি সারা সময় ধরে চলছে৷ তা যে কোনও সময় প্রবল বর্ষণের রূপ নিতে পারে বলেই আবহবিদদের অনুমান৷ তাই বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন আগেই সতর্কতা জারি করেছে৷