NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সিএএ মানুষের কাজে আসছে না, বললেন সুস্মিতা

ওয়েটুবরাক ১৯ জুলাই : অসমে এ পর্যন্ত মাত্র আটজন সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) নাগরিকত্বের জন্য আবেদন করেছেন৷ দু দিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য দিয়েছিলেন৷ শুক্রবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, এর কারণ খুঁজে দেখতে চান না  বিজেপি নেতারা৷ আসলে আইনি জটিলতার জন্যই অসমে অনেকে আবেদন করতে পারছেন না৷ কারণ সংশোধিত নাগরিকত্ব আইনে দুইটি নথি বাধ্যতামূলক করা হয়েছে৷ একটি হলো, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাসের প্রমাণপত্র৷ দ্বিতীয়টি, ভারতে আসার আগে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানে ছিলেন, এ সংক্রান্ত কোনও নথি৷
সুস্মিতার কথায়, প্রথমটি জমায় কোনও সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়টি তাঁরা কোথায় পাবেন৷ বিশেষ করে, অসমে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছেন, তাঁদের পক্ষে সে দেশের নথি নিয়ে আসা সম্ভব ছিল না৷ এ ছাড়া, নথি নিয়ে এলেও বিদেশি সন্দেহের আশঙ্কায় কেউ সেগুলি ধরে রাখেননি৷
তৃণমূল সাংসদের অভিযোগ, “এ নিয়ে শুরু থেকেই আমরা আপত্তি জানিয়েছিলাম৷ সরকার কানে তোলেনি৷ ফলে নাগরিকত্ব আইন সংশোধন করেও তা যে মানুষের কাজে আসেনি, তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট৷
ফরেনার্স ট্রাইবুনালে যাদের মামলা রয়েছে, তাদের সিএএ-তে আবেদনের সুযোগ দিয়েছে অসম সরকার৷ হিমন্ত এই কথা ঘোষণা করলেও তাদের মামলা থেকে অব্যাহতির কথা জানাননি৷ এ প্রসঙ্গে সুস্মিতা হিমন্ত সরকারের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তোলেন৷
আধারের বায়োমেট্রিক তথ্য আটকে থাকা নিয়েও মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন সুস্মিতা৷ হিমন্ত বলেছিলেন, এনআরসি প্রক্রিয়া চলাকালে যারা আধার করতে গিয়েছিলেন, তাঁদেরই বায়োমেট্রিক লক করা হয়েছে৷ এর মধ্যে প্রচুর অসমিয়াও রয়েছেন৷ সুস্মিতার বিস্মিত জবাব, “একজন মুখ্যমন্ত্রী এমন কথা কী করে বললেন!” আধার ইস্যুতে তিনি শীর্ষ আদালতে রিট আবেদন করেছেন, এ বার তা সংসদ অধিবেশনেও তুলবেন বলে সুস্মিতা জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker