India & World UpdatesHappeningsBreaking News
সিএএ : আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে, বার্তা মমতার
ওয়েটুবরাক, ১৩ মার্চ : সিএএ নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচনের আগে বিজেপি একটা বিভাজনের খেলা খেলতে চাইছে। তাদের লক্ষ্য, আবার বাংলাকে ভাগ করা এবং বাঙালিকে তাড়ানো।
সিএএ আইন না মানার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আইনের নীতি নির্দেশিকায় নাগরিকত্বের জন্য কেন্দ্রের কাছে আবেদনের ব্যবস্থা রাখা হয়েছে। একটা কথা মন দিয়ে শুনুন। আপনারা নাগরিকত্বের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবেন না। এটা করলেই আপনাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাকে বেআইনি অনুপ্রবেশকারী বলা হবে। আপনার সম্পত্তি কেড়ে নেবে। ওই ফাঁদে পা দেবেন না।’
আসামের এনআরসির উল্লেখ করে তিনি জানান, সেখানে ১৯ লাখ মানুষের নাগরিকত্ব ঝুলে রয়েছে। তাঁদের মধ্যে ১৩ লাখ বাঙালি হিন্দু, ফলে পরিকল্পনাটা বোঝা যাচ্ছে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘’সিএএর আবেদনপত্রের এক জায়গায় মা-বাবার নথি চাওয়া হয়েছে। এটা কি দেখানো সম্ভব? যাঁদের এখন ৫০-৬০ বছর বয়স, তাঁদের সবার কাছে বাবার বার্থ সার্টিফিকেট আছে কি? আমি তো আমার মা-বাবার জন্মদিনই জানি না।’’
সিএএর বিরোধিতা করেছে সিপিএমও। মমতার সুরেই দক্ষিণ ভারতের কেরালায় আইনটিকে সম্পূর্ণ বিসর্জন দিতে বলেছে ওই রাজ্যের ক্ষমতাসীন দল।
পশ্চিমবঙ্গেও আইনটির বিরোধিতা করেছে সিপিএম। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমরা সব স্তরে বিশেষত মাঠপর্যায়ে এই আইনের বিরোধিতা করব, মানুষকে বোঝাব।’’