Barak UpdatesBreaking News
সাধভক্ষণ ও অন্নপ্রাশনে খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন আশীর্বাদও
২৮ সেপ্টেম্বরঃ শিলচরে এসে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একই সঙ্গে অংশ নেন পোষণ মাসের সমাপ্তি অনুষ্ঠানে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি গত বছর কামরূপ জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল। এ বার তা কাছাড় এবং ধেমাজিতেও সম্প্রসারিত হয়।
অন্যদিকে পোষণ মাসের সমাপ্তি অনুষ্ষ্ঠানে শনিবার সাধভক্ষণ ও অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল। মোট ২০জন প্রসূতির সাধভক্ষণ হয়। তাদের নিজের হাতে খাইয়ে, ধান-দুর্বায় আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সঙ্গে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, সাংসদ ডা. রাজদীপ রায় প্রমুখ।
তারা অন্নপ্রাশন উপলক্ষে শিশুদের মুখে মিষ্টান্ন তুলে দেন। অনুষ্ঠান সকাল ১০টায় হওয়ার কথা ছিল। সে হিসেবে সাত সকালে ঘর থেকে বেরিয়েছিলেন প্রসূতি এবং শিশুকোলে মায়েরা।মুখ্যমন্ত্রী পুলিশ প্যারেড গ্রাউন্ডের সভাস্থলে পৌঁছান বেলা দেড়টায়। প্রচণ্ড গরমে কষ্ট পেলেও মুখ্যমন্ত্রীর হাতে আশীর্বাদ পেয়ে সবাই খুশি। দাস কলোনির স্বপ্না রায়, দুধপাতিলের সীমা বিশ্বাসরা বলেন, একটু সমস্যা হচ্ছিল বটে, কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে বলে কথা। দেরি হলেও আমরা আনন্দিতই।