NE UpdatesBarak UpdatesBreaking News
সাতসকালেই মাটি কেঁপে উঠল আসামে
১৫ মে : ফের ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। শনিবার সকাল ৮টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের প্রাবল্য ছিল ৩.৯। আসামের শোণিতপুর জেলার তেজপুর থেকে ৪১ কিলোমিটার দূরে ছিল এই কম্পনের কেন্দ্রবিন্দু। এপি সেন্টার ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে আসামে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত মাসে একইদিনে শোণিতপুর জেলায় কমকরেও ১০ বার কম্পন অনুভূত হয়। এর মধ্যে গত ২৮ এপ্রিল কম্পনের তীব্রতা ছিল সবথেকে বেশি। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। আসাম ছাড়াও এই কম্পন পশ্চিমবঙ্গ, ভূটান ও বাংলাদেশে অনুভূত হয়েছিল। বিশেষ করে গুয়াহাটিতে কম্পনের ফলে বেশ কয়েকটি পাকা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।