India & World UpdatesHappeningsBreaking News
সাংসদ পদ ফিরে পাওয়ার পর ওয়ানাড়ে রাহুল গান্ধীকে উষ্ণ স্বাগত
নতুন দিল্লি : কংগ্রেস সাংসদ এবং দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পর শনিবার প্রথমবারের মতো কেরলে নিজের সংসদীয় এলাকা ওয়ানাড়ে যান। এই সময়ে ওয়ানাড়ের মানুষ মন খুলে রাহুল গান্ধীকে স্বাগত জানান। এ উপলক্ষে রাহুল গান্ধী কালপেট্টায় একটি জনসভায় ভাষণও দেন এবং পরে ওয়ানাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন।
রাহুল গান্ধী এ দিন তাঁর ভাষণে বলেছেন, ‘বিজেপি এবং আরএসএসের লোকেরা পরিবার কী তা বোঝে না। তারা মনে করেন, আমরা যদি রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করি, তাহলে ওয়ানাড়ের সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক ভেঙে যাবে। তারা বোঝে না যে, ওয়ানাড়ের মানুষ ও রাহুল গান্ধীকে যতই আলাদা করার চেষ্টা করবে, আমরা ততই কাছে আসব।’
কংগ্রেস সাংসদ আরও বলেছেন, ভারতের ধারণা শান্তির প্রতিনিধিত্ব করে। ভারত মানে প্রেম ও স্নেহ। তাঁর অভিযোগ, ‘মণিপুরে বিজেপি ভারতের ভাবনাকে খুন করেছে। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। ভারত এক পরিবার। বিজেপি তা ভাগ করতে চায়। মণিপুর একটি পরিবারের মতো ছিল। তাঁরা এই পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেন। বিজেপির নীতিতে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমরা মণিপুরে ভালোবাসা ফিরিয়ে আনব।’
বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘ওয়ানাড়ে বন্যার কারণে অনেক পরিবার নিজেদের সদস্য ও ঘরবাড়ি হারিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্থির করেছি, এই ভাঙা পরিবারগুলিকে সাহায্য করব।এজন্যই আমরা এই পরিবারগুলোকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এটা গর্বের বিষয় যে আজ আমরা সেইসব লোকদের বাড়ি দিচ্ছি যাদের নাম পাবলিক হাউজিং স্কিমে ছিল না।’
দলের সিনিয়র নেতা ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমন চান্ডির কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, আজ চার মাস পর তিনি সাংসদ হিসেবে ফিরেছেন, কিন্তু ওমন চান্ডিকে দেখতে না পাওয়ায় তিনি দুঃখিত।