Barak UpdatesHappeningsBreaking News

সর্বশেষ মাধ্যমিক পরীক্ষাতে কাছাড়-করিমগঞ্জকে টেক্কা দিল হাইলাকান্দি

ওয়েটুবরাক, ২০ এপ্রিল: ২০২৪ সালেই অনুষ্ঠিত হল অসমের সর্বশেষ মাধ্যমিক পরীক্ষা৷ এবারের ফলাফলে ৭৫.৭ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে৷ গত দুই বছরের চেয়ে এই হার বেশিই৷ ২০২২ সালে পাশের হার ছিল ৫৬.৪ শতাংশ৷ গত বছর ছিল ৭২.৬ শতাংশ৷

এবারের মাধ্যমিকে মোট ৪,১৯,০৭৮ পরীক্ষায় বসেছিল৷ উত্তীর্ণ হয়েছে ৩,১৭,৩১৭ জন৷  ৩৬১ জনের ফলাফল আটকে রয়েছে৷ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৬১ জনকে বহিষ্কার করা হয়৷

উত্তীর্ণদের মধ্যে প্রথম বিভাগে ১,০৫,৮৭৩ জন৷ দ্বিতীয় বিভাগে ১,৫০,৭৬৪ জন৷ তৃতীয় বিভাগে ৬০,৬৮০ জন৷ পাশের হারে ছাত্ররাই ছাত্রীদের চেয়ে এগিয়ে রয়েছে৷ ছাত্রীরা যেখানে ৭৪.৪ শতাংশ পাশ করেছে, সেখানে ছাত্ররা করেছে ৭৭.৩ শতাংশ৷ পাশের হারে তৃতীয় লিঙ্গ অন্য সবাইকে টেক্কা দিয়েছে। তাদের হার ৮০ শতাংশ। মোট ১০ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী এবার মাধ্যমিকে বসেছিল৷ আটজনই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে তিনজন প্রথম বিভাগে ও তিনজন তৃতীয় বিভাগে পাশ করেছে৷ দুইজন দ্বিতীয় বিভাগে৷

জেলাভিত্তিক ফলাফলে কাছাড়, করিমগঞ্জকে পেছনে ফেলে এবার ভালো ফলাফল করেছে হাইলাকান্দি জেলা৷ তাদের পাশের হার ৭৭.৯  শতাংশ, যা রাজ্যভিত্তিক হারের চেয়েও বেশি৷ কাছাড়ে পাশের হার ৬৩.১ শতাংশ, করিমগঞ্জ জেলায় ৬৮.৪ শতাংশ৷ পাশের হারে সবচেয়ে ভালো করেছে চিরাঙ জেলা, ৯১.২ শতাংশ৷ তালিকায় সবার নিচে উদালগুড়ি ৬০.৯ শতাংশ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker