NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সমগ্র শিক্ষার আরএসটিসি বন্ধ করে দিল সরকার

ওয়েটুবরাক, ২৯ মে : সমগ্র শিক্ষা মিশনের রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার (আরএসটিসি)-গুলি অসম সরকার আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ হিসাবে মিশন ডিরেক্টর অপরাঞ্জি করাতি জানান, কেন্দ্র সরকারের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড এই প্রকল্প চালিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেনি৷ তাই তিনি সেন্টারগুলি বন্ধ করে দিতে জেলা মিশন কো-অর্ডিনেটরদের বলেছেন৷ ওই নির্দেশ মেনে আগামী মঙ্গলবার থেকেই তালা ঝুলবে৷ পাশাপাশি সেন্টারে থাকা সমস্ত আসবাব পত্র,  রান্নার সামগ্রী, বাসনকোশন ইত্যাদি ব্লক মিশন অফিস বা অন্য কোনও সরকারি প্রতিষ্ঠানের নিরাপদ স্থানে রেখে আসতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে আবাসিক ছাত্রদের এলাকার বিদ্যালয়গুলিতে ভর্তির ব্যবস্থা করতেও বলেন মিশন ডিরেক্টর৷

Rananuj

সরকারের এই সিদ্ধান্তে আরএসটিসিগুলিতে ১৭ বছর ধরে কর্মরত ৮০০ যুবক-যুবতীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে৷ তাঁরা বলেন, কর্মরত অবস্থাতেও খুব কম বেতনে কাজ করেছেন৷ তবু তাতেই সংসার টানছিলেন৷ এখন সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় সংসার প্রতিপালন কী করে হবে, দুশ্চিন্তায় তাঁরা৷

প্রসঙ্গত, দারিদ্রের জন্য স্কুলের মুখ না দেখা বা ড্রপআউট ছাত্রদের খুঁজে বার করে তাদের বয়স অনুপাতে ক্লাশে ভর্তির উপযুক্ত করে তোলা হতো আরএসটিসিতে৷ সেখানে তাদের রেখে পড়ানোর ব্যবস্থা ছিল৷ থাকা-খাওয়া, পোশাক সবই ছিল সরকারি অর্থে৷ এই সেন্টারের সুবাদে বহু ছেলেমেয়ের থাকাখাওয়ার সমস্যা মিটে যায়৷ ফলে তারা মনোযোগ সহ পড়তে পারছিল৷

কাছাড় জেলায় শিলচর নর্মাল স্কুল চত্বরে, উধারবন্দ ডায়েটের ভেতরে এবং শালচাপড়ায় এই ধরনের আবাসিক সেন্টার চলছিল‌৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker